মইন মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জ্ঞানের আলো সমাজ কল্যাণ নামে একটি সামাজিক সংগঠন এর উদ্যোগে তালের চারা রোপন করা হয়েছে। দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের পাশে কাশেম মন্ডলের বাড়ি থেকে লোকমান চেয়ারম্যান পাড়া সংলগ্ন নতুন রাস্তার দুই পাশে শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ৫ শতাধিক তালের বীজ রোপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাব্বির হোসেন সুজন, উদ্যোক্তা রুবেল মৃধা, উপদেষ্টা আরিফুল ইসলাম মুন্নু, জাকির শেখ, আতিক বেপারীসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ।
উল্লেখ্য, জ্ঞানের আলো সমাজ কল্যাণ নামে সংগঠন ১ম ধাপে চলতি বছরে ওই সড়কের দুই পাশে বৃক্ষ রোপনের অংশ হিসাবে শতাধিক বিভিন্ন ফলদ গাছের চারা রোপন করেন এবং দ্বিতীয় ধাপে শুক্রবার তালের চারা রোপন করা হয়।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।