নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বৃহস্পতিবার দিবাগত গভীররাতে উপজেলার দৌলতদিয়া ঘাট পোড়াভিটা এলাকা থেকে ৭ মাদক মামলার আসামী হেরোইনসহ সাথী আক্তারকে (৪৭) গ্রেপ্তার করেছে। সে দৌলতদিয়া পোড়াভিটা এলাকার মৃত জামাল বিশ্বাস এর মেয়ে ও স্থানীয় শাকিল শেখ এর স্ত্রী। তার কাছ থেকে পুলিশ প্রায় ১০ লাখ টাকা মূল্যমানের ১০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।
সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে দৌলতদিয়া ঘাট যৌনপল্লি সংলগ্ন পোড়াভিটা এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ ভয়াবহ মাদক হেরোইন বিক্রির চেষ্টাকালে হাতেনাতে ১০ গ্রাম হেরোইন সহ সাথী আক্তারকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় পূর্বের আরো ৭টি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।
ওসি আরো জানান, বৃহস্পতিবার রাতেই তার বিরুদ্ধে আরেকটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়। আজ শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।