মইনুল হক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি, ঘন বেড় জাল ও কারেন্ট জাল ধ্বংস করেছে। একই সাথে জড়িত থাকায় ৫ জেলেকে জরিমানা করেছে গোয়ালন্দ উপজেলা ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর কুশাহাটা, অন্তরমোড়সহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য অফিস জানায়, অভিযানকালে অবৈধভাবে পদ্মায় চায়না দুয়ারি দিয়ে মাছ শিকারের জন্য পেতে রাখা ৫০টি চায়না দুয়ারি, ১টি বড় ঘন বেড় জাল, ১ হাজার মিটার কারেন্ট জাল ও ২৫ কেজি বিভিন্ন প্রজাতির ছোট মাছ জব্দ করা হয়। পরে দুপুরে দৌলতদিয়া ১ নম্বর ফেরি ঘাটে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত মাছগুলো একটি এতিম খানায় বিতরণ করা হয়।
আরো জানা যায়, ধ্বংসকৃত জালগুলোর আনুমানিক মূল্য সাড়ে ৫ লাখ টাকা। এ সময় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭ জন জেলের মধ্যে ৫জন জালের মালিকের প্রত্যেককে ২ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে অংশ নেন গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান, গোয়ালন্দ উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রাজবাড়ী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা-আল রাজীব, নৌপুলিশের একটি দলসহ উপজেলা মৎস্য অফিসের অন্যান্য সদস্যবৃন্দ।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, বুধবার সকাল থেকে আমরা পদ্মা নদীতে অবৈধ চায়না দুয়ারী, কারেন্ট জাল ধ্বংসে অভিযান পরিচালনা করেছি। অভিযানকালে আজ প্রায় সাড়ে ৫ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারীর জাল জব্দ করে আগুনে পোড়ানো হয়েছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ জন জেলেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, দেশীয় প্রজাতির মাছের জন্য হুমকি এই চায়না দুয়ারী জাল। এ জালে সব ধরনের মাছ ও জলজ প্রাণী ধরা পড়ে। অবৈধ এই জাল ব্যবহারের ফলে মাছ ও জলজ প্রাণী বিলুপ্ত হওয়ার পথে। এসব জাল ব্যবহারের ফলে খাল, বিলের পানি প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে এবং জলাবদ্ধতা তৈরি হচ্ছে। তাই মৎস্য সম্পদ রক্ষার্থে এসব জাল ধ্বংসে এ অভিযান অব্যাহত থাকবে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।