প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৫, ৯:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৩, ৭:৫৪ পূর্বাহ্ণ
পাচুরিয়ায় আওয়ামী লীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের পাঁচুরিয়া ষ্টেশন সংলগ্ন এলাকায় চত্তরে আওয়ামী লীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে "কৃষক বাঁচাও দেশ বাঁচাও" এই স্লোগানে জাতীর পিতার স্বপ্নের বাংলাদেশ ও শেখ হাসিনা সরকারের উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বরাট ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
সভায় বরাট ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুল কাদের মুন্সীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. মেছের আলী খান, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী আসাদ, জেলা কৃষকলীগের আহ্বায়ক আবু বক্কার খান, বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আরশাদ আলী সরদার, পাঁচুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মো. আলমগীর হোসেন, সাধারন সম্পাদক নুরুল ইসলাম মন্ডল, বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. ফরিদ উদ্দিন শেখ, সদর উপজেলা কৃষকলীগের সদস্য বিল্লাল হোসেন, জেলা কৃষকলীগের সদস্য মোছা. নার্গিস বেগম প্রমূখ।
সভা সঞ্চালনা করেন রাট ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক মো. মাইনুদ্দিন সরদার।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।