ইমরান মনিম, রাজবাড়ীঃ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শহরের লক্ষিকোল হরিসভা মন্দির থেকে জন্মাষ্টমি উপলক্ষে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মন্দির হয়ে বড়পুল হরিতলা মন্দির থকে আবার লক্ষিকোল হরিসভা মন্দিরে এসে শেষ হয়।
বুধবার বিকালে লক্ষিকোল হরিসভা (পুরাতন) মন্দির কমিটির সভাপতি জয়দেব কর্মকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা।
এ সময অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারন সম্পাদাক গনেশ মিত্র, লক্ষিকোল হরিসভা মন্দির কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রীকান্ত কুমার বিশ্বাস রাহুল প্রমুখ।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।