মইনুল হক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার অসহায়, অতি দরিদ্র ২২টি পরিবারকে নিজস্ব অর্থায়নে প্রতিমাসে নিয়মিত২০ কেজি করে চাউল দিয়ে যাচ্ছেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা মুন্সী। এতে করে ওই পরিবারগুলো অনেক উপকার পাচ্ছেন।
জানা যায়, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপজেলার চার ইউনিয়নে ১৫ টাকা কেজির চালের খাদ্য বান্ধব সুবিধা মোস্তফা মুন্সী যাদের দিতে পারেন নাই, তাদের প্রত্যেক পরিবারকে প্রতি মাসের প্রথম সপ্তাহে ২০ কেজি করে চাউল পাঠিয়ে দিচ্ছেন। প্রায় এক বছর ধরে তিনি এসব পরিবারের জন্য এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
সুবিধাভোগী নারী আসমা বেগম বলেন, তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সীর কাছে ১৫ টাকা কেজি চাউলের খাদ্য বান্ধব কার্ডের জন্য যান। চাউলের কার্ডের বরাদ্দ শেষ হওয়ায় তিনি এই তালিকাভুক্ত হতে পারেননি। পরে উপজেলা চেয়ারম্যান প্রতি মাসে গোয়ালন্দ বাজার আবুল কাসেমের চাউলের দোকান থেকে ২০ কেজি করে চাউলের ব্যবস্থা করে দেন। আসমা বেগম মোস্তফা মুন্সীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার জন্য দোয়া করেন।
হাবিবুর রহমান নামের আরেক উপকারভোগী বলেন, আমি কার্ডের জন্য মোস্তফা মুন্সীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন বরাদ্দ শেষ। পরে তার নিজের পকেটের টাকা দিয়ে প্রতি মাসে আমাকে ২০ কেজি করে চাউল কিনে দিচ্ছেন। এতে করে আমার পরিবার অনেক উপকৃত হচ্ছে।
গোয়ালন্দ বাজারে নিজের জন্য ওষুধ কিনতে আসা উজানচর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রফিক শেখ বলেন, আমি বাজারে ঢুকতেই দেখি কাশেমের দোকানে ১০-১৫ জন দরিদ্র পুরুষ ও নারীরা চাউল নিচ্ছেন। এসময় ভিড় দেখে তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলেন মোস্তফা মুন্সী আমাদের কার্ড করে দিতে পারেন নাই। তাই প্রতিমাসে তিনি ব্যক্তিগত অর্থায়ানে আমাদের ২০ কেজি করে চাউল কিনে দেন।
তিনি আরও বলেন, প্রতিটি উপজেলায় যদি এরকম দানশীল নেতা থাকতো, তাহলো কোন দরিদ্র মানুষ বিপদে পড়তো না। আমি মোস্তফা মুন্সীর জন্য প্রাণভরে দোয়া করি তিনি যেন এভাবেই অসহায় মানুষের পাশে থেকে উপকার করতে পারেন।
চাউল বিক্রেতা আবুল কাশেম সরদার বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান একজন দানশীল মানুষ। তিনি যাদেরকে ১৫ টাকা কেজি চাউলের কার্ড করে দিতে পারেন নাই, এরকম ২২টি পরিবারের প্রত্যেককে আমার দোকান থেকে প্রতি মাসে ২০ কেজি করে চাউল কিনে দিচ্ছেন। চাউল দেবার পর আমি মোস্তফা মেটাল থেকে চাউল বাবদ বিল করে ২৫ হাজার টাকার মতো নিয়ে আসি। আসলে মোস্তফা মুন্সীর মতো এরকম বড় মনের মানুষ দেখিনি। তার কাছে অসহায় কেউ গেলে খালি হাতে ফেরত আসতে দেখিনি।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।