মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ইমামবাড়া শরীফ জামে মসজিদের উন্নয়ন কাজে নগদ অর্থ দিয়ে সহোযোগিতা করেছেন সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন। মঙ্গলবার বিকালে ইমামবাড়া শরীফ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের হাতে মসজিদের উন্নয়ন কাজের জন্য অর্থ হিসাবে তিনি নগদ ৫০ হাজার টাকা তাঁদের হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন সহ ইমামবাড়া শরীফ পরিচালনা কমিটির সহসভাপতি হিরু চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেন, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদ রায়হান, ইমামবাড়া শরীফের সদস্য ডা. মো. হাবিবুর রহমান, আবজাল হোসেন বাবু, সুলতান উদ্দিন সহ মসজিদ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় মোহাম্মদ হোসাইন বলেন, সাধ্য অনুযায়ী আমি সমাজের মসজিদ, মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের উন্নয়নে সহযোগিতার চেষ্টা করছি। পাশাপাশি সমাজের অসহায় দরিদ্র মানুষ এবং শিক্ষার্থীদেরও পাশে থাকার চেষ্টা করছি। সাধ্য অনুযায়ী সবাই যদি সমাজ উন্নয়নে এগিয়ে আসে তাহলে এই সমাজ থেকে অনেক সমস্যাই দূর হবে বলে মনে করছি। আল্লাহ যেন আমাকে এভাবে সকলের পাশে থাকার তৌফিক দান করেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।