সাজ্জাদ হোসেন, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড অবস্থিত নদীবেষ্টিত এলাকা, প্রত্যন্ত দুর্গম চরাঞ্চল কুশাহাটা বাসীর শিশুদের মাঝে ইপিআই টিকা প্রদান করা হয়। একই সাথে ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের টিডি টিকা প্রদান করা হয়। এই কার্যক্রম পরিচালনা করছে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
বুধবার দিনব্যাপী উক্ত কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হক। ইপিআই ও টিডি টিকা কার্যক্রম পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য বিভাগের কর্মীরা। এ সময় কুশাহাটা চরের ২৫ জন শিশুকে ইপিআই এবং ১৫ জন নারীদের টিডি টিকার আওতায় আনতে সক্ষম হন স্বাস্থ্য কর্মীদল।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারসিম তারান্নুম হকের নেতৃত্বে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি (ইপিআই) কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, এইচআই সাহেদা আক্তার, স্বাস্থ্য সহকারি মো. মোশারফ হোসেন, দৌলতদিয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি জায়েদুল ইসলাম, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ফিল্ড অ্যানিমেটর মো. সাজ্জাদ হোসেন, প্যারামেডিক হারুন-অর-রশীদ প্রমুখ।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।