মইনুল হক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী ২৬ ডাউন নকশীকাঁথা মেইল ট্রেনটি প্রায় গতকাল সোমবার দুপুরে দৌলতদিয়া ফকির পাড়া সংলগ্ন এলাকায় দুটি কোচের পাঁচটি চাকা লাইনচ্যুত হয়। ১১ ঘন্টা পর সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে কোচ দুটি উদ্ধার করা হয়। প্রায় ১৫ ঘন্টা পর আজ মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু জানান, গোয়ালন্দ ঘাট থেকে সোমবার দুপুর দেড়টার আগ মুহুর্তে খুলনাগামী নকশীকাঁথা মেইল ট্রেনটি ছেড়ে যায়। দৌলতদিয়া রেলওয়ে ষ্টেশন ছেড়ে প্রায় ৫০০ মিটার দূরে দৌলতদিয়া সুনিপুন অর্গানিক্স লিমিটেড পর্যন্ত পৌছানোর পর ফকির পাড়া এলাকায় ট্রেনের দুটি কোচের পাঁচটি চাকা লাইনচ্যুত হয়।
তিনি বলেন, রেলওয়ে রাজবাড়ী প্রকৌশলী বিভাগ প্রায় ১১ ঘন্টা চেষ্টার পর সোমবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে কোচ দুটির পাঁচটি চাকাই লাইনে আনতে সক্ষম হয়। পরে রাতেই অপর এক ইঞ্জিনের সাহায্যে কোচ তিনটি উদ্ধার করে রাজবাড়ী রেলওয়ে ষ্টেশনে নিয়ে আসে। পরে প্রায় ১৫ ঘন্টা পর আজ মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে ট্রেনটি যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়। বর্তমানে এই রুটের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
জানা গেছে, সোমবার দুপুর সোয় ১টার দিকে গোয়ালন্দ ঘাট (দৌলতদিয়া) থেকে নকশীকাঁথা মেইল ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে প্রায় ৫০০ মিটার দূরে দৌলতদিয়া ও গোয়ালন্দ বাজার রেলওয়ে ষ্টেশনের মাঝামাঝি সুনিপুন অর্গানিক্স লিমিটেড এলাকায় দুটি কোচের চাকা লাইনচ্যুত হয়। এসময় গোয়ালন্দ ঘাট ষ্টেশন থেকে রাজবাড়ীর যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় ঘন্টা খানেক পর দুর্ঘটনা কবলিত ট্রেনের পিছনের তিনটি কোচ রেখে সামনের ইঞ্জিনসহ দুটি কোচ রাজবাড়ী রেলওয়ে ষ্টেশনের উদ্দেশ্যে যায়। পরবর্তীতে রেলওয়ের রাজবাড়ীর প্রকৌশল বিভাগ উদ্ধার তৎপরতা শুরু করে।
এসময় কুষ্টিয়ার পোড়াদহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দঘাট গামী সাটল ট্রেনটি সোমবার দুপুরে রাজবাড়ী থেকে গোয়ালন্দ ঘাটগামী লাইনের পাচুঁরিয়া ষ্টেশন পর্যন্ত এসে আটকা পড়ে। পরে বিকেলেই ট্রেনটি ওই ষ্টেশনে যাত্রী নামিয়ে দিয়ে পুনরায় কুষ্টিয়ার পোড়াদাহর উদ্দেশ্যে ছেড়ে যায় বলে রাজবাড়ী রেলওয়ে ষ্টেশন মাষ্টার তন্ময় কুমার জানান।
রেলওয়ে রাজবাড়ীর লোকো ইনচার্জ উর্দ্বোতন উপসহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবির বলেন, ২৬ ডাউন নকশীকাঁথা ট্রেনটি পাঁচটি কোচ নিয়ে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। সাধারণত রাত অনুমান ১০টার দিকে খুলনায় পৌছানোর কথা। পথিমধ্যে দৌলতদিয়া ফকির পাড়া এলাকায় মাঝের কোচ এসপিআর-৫৪৮৪ এর চার চাকা এবং এর পিছনের এস-৫১৪০ এর একটি চাকা লাইনচ্যুত হয়।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।