সাজ্জাদ হোসেন, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় রাজু হাসান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় দৌলতদিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড রবিউল্লাহ ব্যাপারী পাড়া রপুর দোকান সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টটি আয়োজন করেন রাজু হাসান স্পোকেন ইংলিশ কোচিং সেন্টার।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলা এ মাসের ১৫ আগস্ট ৪ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় রাজু হাসান ইংলিশ কোচিং সেন্টারের ৭ম শ্রেণি ২-১ গোলে ৮ম শ্রেণিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলায় টুর্নামেন্টের আহবায়ক, রাজু হাসান স্পোকেন ইংলিশ কোচিং সেন্টারের পরিচালক ও শিক্ষক রাজু হাসানের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ ৮নম্বর ওয়ার্ড সদস্য মো. ফজলুল হক বেপারী, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ফুটবল একাদশের সাবেক ফুটবলার মো. মঞ্জু হোসেন, আলী নেওয়াজ স্পোর্টিং ক্লাবের পরিচালক মো. নাজমুল হাসান ফারাবী প্রমুখ।
টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন আলী নেওয়াজ মোল্লার পুত্র সৌদি প্রবাসী মো. নজরুল ইসলাম মোল্লা। টুর্নামেন্ট সম্পর্কে টুর্নামেন্টের আহবায়ক রাজু হাসান বলেন, শিশুদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করতে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আশা করছি প্রতিবছরই এমন আয়োজন অব্যাহত রাখবো।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।