হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ 'আগষ্ট মাস বাঙালি জাতির শোকের মাস' এই শোকের মাস উপলক্ষে ১৫ আগষ্ট থেকে ৩১ আগষ্ট মাস পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ৫০ টাকায় অসহায়, দরিদ্র মানুষের চিকিৎসা সেবা মিলছে রাজবাড়ীর সেন্টাল হাসপাতাল।
রোববার সরেজমিন বড়পুল এলাকার সেন্টাল হাসপাতালে গিয়ে দেখা যায়, সেখানে স্বল্পমূল্যে অসহায় দরিদ্র মানুষেরা সেবা নিতে চিকিৎসকদের চেম্বারে এসে ভীড় করেছেন।
হাসপাতালে চিকিৎসাসেবা প্রদান করছেন মেডিসিন, হৃদরোগ ও শিশুরোগে অভিজ্ঞ চিকিৎসক ডা. মো. আরিফুজ্জামান, শিশু, নবজাতক, মেডিসিন ও সনোলজিষ্ট চিকিৎসক ডা. সৌরভ সরকার, স্ত্রী গাইনী প্রসূতি রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মৌসুমী ভদ্র, মেডিসিন, গাইনী রোগের সনোলজিষ্ট চিকিৎসক ডা. নিশাত জাহান অনি।
চিকিৎসা সেবা নিতে আসা রোগী পৌরসভার কলেজপাড়ার আব্দুল কাদের বলেন, শোকের মাসে সীমিত টাকায় খুব ভাল চিকিৎসা সেবা পেয়েছি।চিকিৎসকরা রোগীর কথা মনোযোগ সহকারে শুনে ভাল চিকিৎসা সেবা দিয়ে চলেছেন।
এ বিষয়ে সেন্টাল হাসপাতাল রাজবাড়ীর ম্যানেজিং ডিরেক্টর দিপক কুন্ডু বলেন, শোকের মাসে আমাদের মনে হয়েছে, রাজবাড়ীর ভাঙ্গন কবলিত দরিদ্র, অসহায় দরিদ্র মানুষ টাকা দিয়ে চিকিৎসা সেবা নিতে পারেননা। তাদের জন্য আমরা কমমূল্যে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে ভাল সেবা দেওয়ার চেষ্টা করছি। আজকেও শতাধিক অসহায়, দরিদ্র মানুষ ৫০ টাকা ফি দিয়ে চিকিৎসা সেবা নিয়েছেন বলে জানান।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।