নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান ভিক্টর ব্রীডার্স লিমিটেড ও ভিক্টর ভিলেজ এর উদ্যোগে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা রোপন কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভিক্টর ব্রীডার্স লিমিটেড এর কার্যালয়ের পতিত জমিতে ফলদ গাছের চারা রোপন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন।
ভিক্টর ব্রীডার্স লিমিটেড ও ভিক্টর ভিলেজ এর উদ্যোগে মিয়াজোকি, ব্যানানা, ল্যাংরা, কাটিমন, আম্রপলি ও হিম সাগরের মতো উন্নত প্রজাতির আম, লিচু, লেবু ও পেঁপে গাছের চারা রোপন করা হয়। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ২৫০টির মতো গাছের চারা রোপন করা হয়। এ সময় ইউএনও মো. জাকির হোসেন ছাড়াও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদ রায়হান, ভিক্টর ব্রীডার্স লিমিটেড ও ভিক্টর ভিলেজ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিল্লুর রহমান রাহাত, মহাব্যবস্থাপক ওবায়দুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা রাসেল আহম্মেদ প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ইতোমধ্যে গত কয়েকদিনে ভিক্টর ভিলেজ এর স্থাপনার পাশে সহ আশপাশের রাস্তার দুই পাশে আরো ৮৫০টির মতো এ ধরনের ফলদ গাছ রোপন করা হয়।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান রাহাত বলেন, এক ইঞ্চি জায়গাও যেন পতিত না থাকে প্রধান মন্ত্রীর আহ্বানে সারা দিয়ে ভিক্টর ব্রীডার্স ও ভিক্টর ভিলেজ এর সকল প্রতিষ্ঠানের ফাঁকা ও পতিত জমিতে কয়েকদিনে ৮৫০টির মতো গাছের চারা রোপন করা হয়েছে। আজ আরো ২৫০টি উন্নত জাতের ফলদ গাছের চারা রোপন করা হয়। আমরা নিজের অবস্থান থেকে প্রত্যেকে যদি বেশি করে গাছ লাগাই, যতœ নেই। একদিন ফুল, ফলে সবুজে ভরে উঠবে আমাদের এই বাংলাদেশ।
এইএনও মো. জাকির হোসেন বলেন, ভিক্টর ব্রীডার্স ও ভিক্টর ভিলেজ এর উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবী রাখে। প্রধান মন্ত্রীর আহ্বানে সারা দিয়ে তারা ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন। তাদের মতো সকল প্রতিষ্ঠান এবং ব্যক্তি উদ্যোগে এভাবে ফলদ, বনজ ও ওষুধি গাছ রোপন করলে ভবিষ্যতে সুন্দর নগরিতে পরিণত হবে আমাদের এই দেশ।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।