ইমরান মনিম, রাজবাড়ীঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত৷ বার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
এ সময় জেলা প্রশাসক, স্থানীয় সাংসদ, জেলা জজ, জেলা পুলিশ, সরকারী ও বেসরকারী দপ্তর, সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠা সহ সর্বস্তরের জন সাধারন পুষ্পমাল্য অর্পন করেন।
এর আগে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন দলীয় নেতা কর্মিরা। এ সময় বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম, রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, রাজবাড়ী জেলা ও দায়রা জজ মোছা. জাকিয়া পারভিন, জেলা পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জি, বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, মহম্মদ আলী চৌধুরী ও যুগ্ন সাধারন সম্পাদক শেখ সোহেল রানা টিপু প্রমূখ।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।