মাহবুব পিয়াল, ফরিদপুরঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শান্তিতে নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের দেশব্যাপী ৩ কোটি গাছের চারা রোপণের অংশ হিসেবে গ্রামীণ ব্যাংক ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ এ কে এম সাইফুল মজিদের নির্দেশনায় মঙ্গলবার (১৫ আগষ্ট) জাতীয় শোক দিবসে আলিয়াবাদ ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে সদস্যদের মাঝে গাছের চারা বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব গাছের চারা বিতরণ করেন গ্রামীণ ব্যাংক ফরিদপুর এরিয়া অফিসের প্রোগ্রাম অফিসার হাফসা বেগম।
এ সময় গ্রামীণ ব্যাংকের আলিয়াবাদ শাখা ব্যবস্থাপক মো: আহসানুল হক, শাখার সেকেন্ড ম্যানেজার মো: সোহরাব হোসেন, সিনিয়র অফিসার রোকেয়া বেগমসহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।