নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়াস্থ কেকেএস সেভহোম এর সামনে আম বাগানের মধ্যে থেকে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র সহ দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল।
গ্রেপ্তারকৃরা হলো, উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বাহির চর এলাকার মৃত আব্দুল আজিজ মোল্লা'র ছেলে মো. কাউছার মোল্লা (৩০) ও জোচন মোল্লা'র ছেলে মো. হাবু মোল্লা (৩১)।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বিষয় নিশ্চিত করে বলেন, সোমবার (১৩ আগষ্ট) দিবাগত রাত ৩টার দিকে থানা পুলিশের একটি দল রাতে ডিউটি করার সময় দৌলতদিয়া কেকেএস সেভ হোমের সামনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র (স্ট্রীলের গিয়ার চাকু, লোহার হাতুড়ি, দা, পেপার কাঁটার সহ) তাদেরকে গ্রেপ্তার করে। এদের মধ্যে মো. কাওছারের বিরুদ্ধে বিভিন্ন ধারার ৫টি মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি প্রস্তুতি আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে তাদেরকে রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।