ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার দৌলতদিয়া ঘাট রেলষ্টেশন সংলগ্ন মোল্লা আবাসিক বোডিং থেকে মাদকদ্রব্য সেবনকালে ৬জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের সাড়ে ৭ গ্রাম ওজনের হেরোইন জব্দ করা হয়েছে। একই সাথে তাদের কাছ থেকে হেরোইন সেবনের সামগ্রী জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার রাসেল শেখ (২৭), ওহেদ ফকির পাড়ার হিরু শেখ (২৩), রাজবাড়ী সদর উপজেলার মধুপুর গ্রামের জাহাঙ্গীর শেখ (৩৪), জেলার বালিয়াকান্দি উপজেলার রামদিয়া গ্রামের রাসেল মোল্লা (২৬), মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা মধ্যপাড়া গ্রামের ভাসানী মিয়া (৩০) ও শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের মো. কালাম (৩২)।
এর মধ্যে রাসেল শেখ এর বিরুদ্ধে ৩টি মাদক মামলাসহ ৭টি মামলা, হিরু শেখ এর বিরুদ্ধে ২টি মামলা, জাহাঙ্গীর শেখ এর বিরুদ্ধে ৩টি মাদক মামলা এবং রাসেল মোল্লার বিরুদ্ধে ১টি মামলা রয়েছে। এছাড়াও পুলিশ ২টি জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামী গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া নুরু মন্ডল পাড়ার কালাম মন্ডলকে (৩৪) গ্রেপ্তার করেছে।
সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, মাদক সেবন ও কারবারকালে হেরোইনসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে শনিবার দুপুরেই তাদেরকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।