ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব'র ৯৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করা হয়েছে। মঙ্গলবার (৮ আগষ্ট) বিকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ দোয়া ও আলেচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জীবনী ও তার বিস্তর কর্মপরিধি নিয়ে আলোচনা করেন নেতারা।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন রাজবাড়ী সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছালমা চৌধুরী রুমা, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, যুগ্ন সাধারন শেখ সোহেল রানা টিপু, এ্যাডভোকেট শফিকুল আজম মামুন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, সাধারন সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী প্রমুখ।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।