ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ সারাদেশে বিএনপি-জামাত জোটের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজবাড়ীর গোয়ালন্দে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার অপচেষ্টার প্রতিবাদে রোববার বিকেল পাঁচটায় গোয়ালন্দ বাজার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গোয়ালন্দ বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় উপজেলা আ.লীগের সহসভাপতি শহিদুল ইসলাম খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আ.লীগের সভাপতি মো. নজরুল ইসলাম, উপজেলা আ.লীগের সহসভাপতি ও উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, সহসভাপতি মামুন অর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, আওয়ামী লীগ নেতা হুমায়ন কবির পলাশ, নূরে আলম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয়, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেন, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শামীম মৃধা প্রমূখ।