নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বিলুপ্ত ও বিড়ল প্রজাতির একটি ঘড়িয়াল উদ্ধার করা হয়েছে।ঘরিয়ালটির দৈর্ঘ্য ৫ ফুট ও এর ওজন প্রায় ২৫ কেজি ।
রবিবার দুপুর ১২ টার দিকে জেলা শহরের সজ্জনকান্দা এলাকার বদিউজ্জামান মাসুমের বাড়ির মুরগীর ঘরে দেখতে পাওয়া যায় একটি বিড়ল প্রজাতির ঘরিয়াল।বাড়ির মালিক মাসুমের ছোট ছেলে হামিম ঘরিয়ালটি প্রথমে দেখতেপায়।খাবারের সন্ধানে গীয়ে ঘরিয়ালটি ওই বাড়িতে গীয়েছে বলে জানান বাড়ীর মানুষ।
বাড়ীর মালিক বদিউজ্জামান মাসুম বলেন, বেলা ১১ টার দিকে আমার বাড়ির মুরগরী ঘরে খাবারের সন্ধানে ঢুকে ঘরিয়ালটি। এ সময় আমার ছেলে হামিম এ ঘরিয়ালটি দেখতে পায়। তখন আমি বন বিভাগে খবর দিলে।বন বিভাগের লোক আসে। বন বিভাগের ফরেস্ট গার্ড আজিজুল ইসলাম ঘরিয়ালটি অবমুক্ত করতে সেখান থেকে বস্তা ভর্তি করে নিয়ে যায়।
রাজবাড়ী বন বিভাগের ফরেস্আট গার্ড আজিজুল ইসলসম জানান, এখন এই প্রজাতির ঘরিয়াল তেমন একটা দেখা যায়না।এ ঘরিয়াল গুলো এখন বিলুপ্তির পথে। বড় আকৃতির ঘরিয়ালটি একটি বাড়িতে খাবার খেতে গিয়ে আটকা পরে। আটক করে আমাদের জানানো হয়। পরে আমি বন বিভাগের সাথে আলেচনা করে ঘরিয়ালটি উদ্ধার করে অবমুক্ত করতে নিয়ে যাই।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।