ইমরান হোসেন ও মইনুল হক, রাজবাড়ীঃ "মানুষই মুখ্য মাদককে না বলুন-শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন" এই স্লোগানে রাজবাড়ীতে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত হয়েছে।
রবিবার বেলা সাড়ে এগারটায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসনের আম্রকানন চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্র্যালি বের করা হয়। র্র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসনের কার্যালয়ে এসে শেষ হয়।পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। সভায় বক্তৃতা করেন রাজবাড়ী পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোছা. মোরশেদা খাতুন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রহমান, মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তানভির হোসেন খান প্রমুখ।
র্যালি ও আলোচনা সভায় জেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালনে অংশ নেয়।
সভায়, মাদকের অপব্যবহার ও এর কুফল সম্পর্কে অবহিত করা হয়।তরুন ও আগামী প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষায় সবাইকে এক যোগে কাজ করার আহব্বান জানানো হয়।
সভায় মাদকের ভয়াবহতা যেহারে বাড়ছে এতে সমাজের যুব সমাজের পাশাপাশি শিক্ষার্থীরা ঝুকে পড়ছে। এ থেকে যুব সমাজকে রক্ষা ও সচেতনতা বাড়াতে হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সঙ্গে সমাজের মানুষদের এগিয়ে আসতে হবে বলে জানান বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে কাজী কেরামত আলী বলেন, মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে সকলকে এগিয়ে আসতে হবে। কারণ একজন মাদকাসক্ত; একটি সমাজ ধংসের জন্য যথেষ্ট। তিনি বলেন, পরিবার সচেতন হলেই মাদকাসক্ত দূর করা সম্ভব। তাই মাদক নিয়ন্ত্রণ করতে হলে সর্বাগ্রে পরিবারকেই এগিয়ে আসতে হবে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।