নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) গোয়ালন্দ উপজেলা শাখার দীর্ঘদিনের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়েছে। সেই সাথে চলমান মাধ্যমিক শিক্ষা জাতীয়করন আন্দোলন গতিশীল রাখতে ১৭সদস্যের একটি সংগ্রাম কমিটি গঠন করা হয়।
সংগ্রাম কমিটিতে আহবায়ক নির্বাচিত হয়েছেন গোয়ালন্দ প্রপার হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম। গত রোববার গোয়ালন্দ প্রপার হাইস্কুলের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হলেও বৃহস্পতিবার চূড়ান্ত কমিটি গঠন হয়। সভায় সভাপতিত্ত্ব করেন গোয়ালন্দ প্রপার হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান। সভায় উপজেলার সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তাদের প্রতিনিধি ও সহকারী শিক্ষকরা উপস্হিত ছিলেন।
সংগ্রাম কমিটির সদস্যরা হলেন মো. সেলিম মিয়া, মো. রফিকুল ইসলাম, ইব্রাহিম মিয়া, আরিফা বেগম, মো. জাকির হোসেন, মো. মানিক শেখ, সাধন কুমার সাহা, ইমাদ উদ্দিন টফি, অম্বরীশ চক্রবর্তী, পরিতোষ চক্রবর্তী, শামীম শেখ, অহিদুল ইসলাম, আতিয়ার রহমান, একেএম নুরুল ইসলাম ও ফরহাদ রহমান।
সংগ্রাম কমিটির সদস্য সচিব মুহম্মদ সহিদুল ইসলাম জানান, বিটিএ'র কমিটির মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়ে যাওয়ায় তা বিলুপ্ত করা হয়েছে। সেই সাথে চলমান জাতীয়করন আন্দোলন গতিশীল করতে একটি সংগ্রাম কমিটি গঠন করা হয়। দ্রুত সময়ের মধ্যে বিটিএ'র নতুন উপজেলা কমিটি গঠন করা হবে। তারা সংগ্রাম কমিটি কেন্দ্রীয় কমিটির ঘোষনা অনুযায়ী কাজ করছেন।
উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠানে তালা ঝুঁলিয়ে তাদের শিক্ষক-কর্মচারিরা নিয়মিত ঢাকার অবস্হান কর্মসূচিতে যোগ দিচ্ছেন। আমরা আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের যৌক্তিক দাবি মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের বিষয়ে শীঘ্রই ঘোষনা দেবেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।