নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশ ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবাবড়িসহ এক মাহেন্দ্র যাত্রীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত যাত্রীর নাম মো. আলামিন সরদার (২৬)। সে রাজবাড়ী সদর উপজেলার মেছোঘাটা চর বেনীনগর এলাকার আরমান সরদারের ছেলে। তার বিরুদ্ধে রাজবাড়ীর বিভিন্ন থানায় তিনটি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। একই সাথে পুলিশ দুইজন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যার দিকে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ ইমামুজ্জামান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাংলাদেশ হ্যাচারীজের সামনে নিয়মিত তল্লাশি চৌকি বসায়। সন্ধ্যা সাতটার দিকে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামি যাত্রীবাহি মাহেন্দ্রতে তল্লাশি চালায়। এসময় মাহেন্দ্র যাত্রী আলামিন সরদারের দেহ তল্লাশিকালে ৫০০ পিস ইয়াবাবড়ি জব্দ করে।
আলামিনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় ২টি এবং কালুখালী থানায় আরো একটি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই পুলিশ বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় আরেকটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, ৫০০ পিস ইয়াবাবড়ি সহ আলামিন সরদার নামের একজন চিহিৃত মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার রাত ১০টার দিকে জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামী মো. বাবু ফকিরকে (২২) দৌলতদিয়া শাহাদত মেম্বার পাড়া এবং রতন কুমার বিশ্বাসকে গোয়ালন্দ পৌরসভার ক্ষুদিরাম সরকার পাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ শুক্রবার দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।