নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে ভূমিহীন ও গৃহহীন পুনর্বাসন সংক্রান্ত যৌথসভা বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
বুধবার (১৯ জুলাই) দুপুর ১২টায় হালনাগাদ নিরুপিত তালিকাভুক্ত ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পুনর্বাসন সংক্রান্ত যৌথ সভার সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রুপা রায়, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান, জেলা পরিষদের সদস্য মো. ইউনুস মোল্লা, গোয়ালন্দ প্রেসক্লাব সভাপতি রাশেদ রায়হান, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা সহ বিভিন্ন দপ্তর প্রধান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা প্রশাসনের সাথে উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সাথে করে এ যৌথ সভার আয়োজন করা হয়। সভায় জানানো হয়, ইতোমধ্যে গোয়ালন্দ উপজেলায় ‘ক’ শ্রেনীর মোট ৬৯৪ জন ভূমিহীন পরিবারের মাঝে সরকার প্রদত্ত পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। এর মাঝে তৃতীয় লিঙ্গের সদস্যরাও রয়েছেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।