মইনুল হক, রাজবাড়ীঃ ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের যুগ্ন-সচিব শিবির বিচিত্র বড়ুয়া রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন।
এক দিনের সংক্ষিপ্ত সফরে মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে তিনি উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পৌছালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় উপজেলা প্রশাসন। পরে তিনি দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ, তৃতীয় লিঙ্গের জন্য তৈরিকৃত আশ্রয়ন প্রকল্প, গোয়ালন্দ পৌরসভা, উপজেলা পরিষদসহ কয়েকটি নির্মিত রাস্তার কার্যক্রম পরিদর্শন করেন।
উপজেলা পরিষদ পরিদর্শনে তিনি উপজেলার উন্নয়ন কর্মকান্ড নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনসহ ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় করেন। পরে ইউনিয়ন পরিদর্শন বইতে স্বাক্ষর করার পূর্বে যুগ্ন সচিব পরিষদের তথ্য সেবা কেন্দ্র, গ্রাম্য আদালত, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম, ও মৌলিক প্রশিক্ষণের খোজঁ খবর নেন।
এ সময় সঙ্গে উপস্থিত ছিলেন, রাজবাড়ী স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (DDLG) আসাদুজ্জামান রিপন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উজানচর ইউপি চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেনসহ উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।