মইনুল হক ও ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার জামতলা এলাকায় স্থানীয় ওয়ার্ডের এক যুবলীগ নেতার বিরুদ্ধে উপজেলার দেবগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফিজুল ইসলামের দুটি চৌচালা টিনের ঘরসহ সাড়ে ৮ শতাংশ জমি দখলের অভিযোগ উঠেছে। কয়েক বছর আগে ইউপি চেয়ারম্যান ওই জায়গা ক্রয় করেন। উপজেলা প্রশাসন, থানা এবং পৌরসভায় অভিযোগ করেও প্রতিকার না পেয়ে সর্বশেষ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন।
দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম বলেন, পৌরসভার ৩নম্বর ওয়ার্ড নছরউদ্দিন সরদার পাড়ার মৃত মালেক শেখ ছেলে, পৌর যুবলীগ নেতা মো. শহিদ শেখ (৪০) লোকজন নিয়ে প্রায় ৫ বছর আগে তাঁর জমি দখল করেন। এ নিয়ে তিনি আদালতে মামলা করেন। ১০ ফেব্রুয়ারী শহিদ শেখ ও তার ভাই সুমনসহ জোরপূর্বকভাবে পাকা ঘর তুলেন। প্রতিকার চেয়ে ১২ জুন রাজবাড়ী জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন। এছাড়া ২০ জুন গোয়ালন্দ উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বিচার প্রার্থনা করেন নিজের অসহায়ত্বের কথা প্রকাশ করেন।
ইউএনও মো. জাকির হোসেন এর সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমানসহ সকল ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
হাফিজুল ইসলাম বলেন, প্রায় চার বছর ধরে তিনি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ভারতের ভেলরে চিকিৎসা করাচ্ছেন। অসুস্থ্য অবস্থায় তিন বছর আগে তাঁর একমাত্র ছেলে বকুল মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর তিনি আরো অসহায় হয়ে পড়েন। এমন পরিস্থিতিতে পৌরসভার ৩নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি পরিচয়দানকারী শহিদ শেখের পরিবারের কাছে অসহায় হয়ে পড়েছি।
১৯৯২ সাল থেকে তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার বাহিনী নেই, টাকা পয়সা নেই। দেবগ্রামের কাওয়ালজানি গ্রামে বাড়ি ছিল। নদী ভাঙনে বিলীন হলে পৌরসভার নছর উদ্দিন সরদার পাড়ার খাদেম, খোরশেদ গংদের থেকে এস.এ ৫৩৮নং খতিয়ানে ৪১৩, ৪১৪নম্বর দাগের ৮দশমিক ৫শতাংশ জমি কিনে দুটি চৌচাল টিনের এবং একটি দোকান ঘর নির্মান করে অস্থায়ীভাবে বসবাস করি। চিকিৎসা করাতে ভারতে দৌড়ঝাপ করতে থাকায় আমার অনুপস্থিতিতে শহিদ শেখ ও তার পরিবার জোরপূর্বক ঘরে থাকছেন। প্রতিকার চেয়ে উপজেলা প্রশাসন, গোয়ালন্দ থানা ও পৌরসভায় লিখিত অভিযোগ দায়ের করি।
পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম বলেন, পৌরবিধি অনুযায়ী কয়েকবার নোটিশ দিয়ে শহিদকে কাজ বন্ধ রাখতে বলা হয়। আইন অমান্য করে কাজ করায় স্থানীয় কাউন্সিলরসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দকে সাথে কাজ বন্ধ করে দেয়া হলেও দখল ছাড়েননি। এসময় শহিদ শেখ উল্টো আমার বিরুদ্ধে লুটপাটের অভিযোগে আদালতে মামলা করেন। প্রমান দিতে ব্যার্থ হলে আদালত থেকে অভিযোগ প্রত্যাহার করেন। এর পর থেকে শহিদ শেখ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে নানাভাবে হয়রানি করছে। এমনকি বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা সংবাদ দিয়ে হয়রানী করছে।
অভিযোগ অস্বীকার করে শহিদ শেখ নিজেকে ৩নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দাবী করে বলেন, আমার বাবার জমিতে আছি। হাফিজুল চেয়ারম্যান যাদের কাছ থেকে জমি কিনেছেন তাদের কাছ থেকে বুঝে নিক। বরং চেয়ারম্যানসহ প্রভাবশালীরা আমার জমি দখলের পায়তারা করছেন।
গোয়ালন্দ পৌর যুবলীগের সভাপতি শেখ সোহেল বলেন, কাউন্সিলে শহিদ শেখ সভাপতি প্রার্থী হলেও তাকে নির্বাচিত করা হয়নি। যুবলীগ সভাপতির পরিচয় দিয়ে সে জমি দখলসহ বিভিন্ন অপরাধ করছে। এছাড়া সে একজন চিহিৃত প্রতারক। থ্রিষ্টার নামক একটি প্রতিবন্ধী সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে কয়েক লাখ টাকা আত্মসাত করেছে। তার বিরুদ্ধে শীঘ্রই আইনগত পদক্ষেপ গ্রহণ করবো।
গোয়ালন্দঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, কয়েক মাস আগে শহিদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেন ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম। তদন্তে সত্যতা পাওয়ায় আমরা আদালতে প্রতিবেদন দাখিল করেছি।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।