মইনুল হক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মঙ্গলবার সকালে এবং আগের দিন সোমবার দিবাগত রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাবড়ি এবং ৬ গ্রাম হেরোইন জব্দ করেছে। এর সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজন নারী ও একজন পুরুষকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (১১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাংলাদেশ হ্যাচারীজের সামনে তল্লাশি চৌকি বসায়। এসময় ঢাকাগামী দূরপাল্লার একটি পরিবহনে তল্লাশি চালিয়ে ৪০০ পিস ইয়াবাবড়ি সহ রাসেল আহম্মেদ (২০) নামের এক বাসযাত্রীকে গ্রেপ্তার করে। সে সিরাজগঞ্জ সদর উপজেলার শিমলা পাঁচঠাকুরি গ্রামের আব্দুস সালামের ছেলে। ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
এর আগে সোমবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে থানা পুলিশ দৌলতদিয়া যৌনপল্লি সংলগ্ন পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে ৬০ পুড়িয়া (৬ গ্রাম) হেরোইনসহ রোকেয়া বেগম (৪৬) নামের এক নারীকে গ্রেপ্তার করে। সে স্থানীয় উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার তমেজ মিয়ার মেয়ে ও পোড়াভিটার সালমা বাড়িওয়ালীর ভাড়াটিয়া।
সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে। মামলা শেষে মঙ্গলবার দুপুরে তাদেরকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।