ইমরান হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ীতে যুব মহিলা লীগের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
র্র্যালিটি শহরেরে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এ সময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রাজবাড়ী জেলা যুবমহিলালীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। এছাড়া অন্যান্যের মধ্যে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আলী, হেদায়েত আলী সোহরাব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, জেলা যুব মহিলালীগের সাধারন সম্পাদক সৈয়দা নাজমুন নাহার সেন্ট্রি প্রমূখ।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।