নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে আলোচনা সভা ও বিভিন্ন বিভাগে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন।
বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, দেশ সেরা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের উপাধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তার, গোয়ালন্দ উপজেলা বেসরকারী মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফকীর আব্দুল কাদের সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।