ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্ট সিজন ২০২২-২০২৩ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় রাজবাড়ী সরকারী কলেজকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। রবিবার (২৫ জুন) বিকাল পাঁচটায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগীতায় এ ফাইনাল খেলার হয়।
রাজবাড়ী জেলা প্রশাসক আবু কয়সার খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, সহকারী পুলিশ সুপার মো. সালাউদ্দিন, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. শাহীন সুলতান রাজা।
ঘন্টা ব্যাপী ফাইনাল খেলায় রাজবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ রাজবাড়ী সরকারী কলেজকে ৩-২ গোলে পরাজিত করে বিজয় অর্জন করে। খেলার প্রথমার্ধে রাজবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ রাজবাড়ী সরকারী কলেজকে ২টি গোল করে। পরে খেলা শেষ ৫০ মিনিটের মাথায় রাজবাড়ী সরকারী কলেজ টেকনিক্যাল কলেজকে একটি ট্রাইবেকার সহ ২ টি গোল করে গোলে সমতা আনে।এরপর খেলার ৫ মিনিট থাকতে সরকারী কলেজকে আরো একটি গোল করে বিজয় অর্জন করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলকে ট্রফি ও প্রাইজ মানি দেওয়া হয়।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।