মাহবুব পিয়াল, ফরিদপুরঃ ফরিদপুরে নারী জাগরণের অগ্রদূত, মহীয়সী নারী, বরেণ্য কবি সুফিয়া কামালের ১১২ তম জন্মদিন দিন পালিত হয়েছে। ফরিদপুর সাহিত্য পরিষদের আয়োজনে মঙ্গলবার (২০জুন) রাত ৮ টায় স্থানীয় মুলিম মিশন কার্যালয়ে কবি সুফিয়া কামালের জন্মদিন দিন উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্টিত হয়।
ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীন শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ।
অনুষ্ঠানে কবি সুফিয়া কামালের বর্ণাঢ্য জীবনের উপর আলোচনা করেন প্রবীন সাংবাদিক ও লেখক মফিজ ইমাম মিলন, সাবেক কালচারাল অফিসার মো. আলা উদ্দিন, মৃণাল সেণ চলচ্চিত্র চর্চা কেন্দ্রের সাধারন সম্পাদক মৃর্ধা রেজাউল করীম ও ফরিদপুর মুলিম মিশন কলেজের শিক্ষক অধ্যাপক মো. আইয়ুব প্রামানিক।
অনুষ্ঠানে কবি সুফিয়া কামালকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন কবি জসীম উদ্দিন কলেজের শিক্ষক অধ্যাপক জাকিয়া সুলতানা শিল্পী ও কবি নিলুফার ইয়াসমিন রুবি। এছাড়াও অনুষ্ঠানে কবি আলীম আলরাজি আজাদ, মাকসুদা খানম, মুক্তা খান, নাফিজা ইয়াসমিন ও শরীফ মাহমুদ সোহান কবি সুফিয়া কামালের লেখা কবিতা পাঠ করে শোনান।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।