ইমরান হোসেন, রাজবাড়ীঃ বিভিন্ন সময়ে সরকারী চাকরীজীবীদের নানা ভাবে দুর্ঘটনা জনিত গুরুতর আহত, অসু্স্থ্যতা ও মৃত্যুজনিক ঘটনা ঘটে থাকে।এতে ওই সময়ে তাদের পরিবার পরিজন নিয়ে এ ভুক্তভোগী পরিবারগুলো নানা সময়ে আর্থিক ও সামাজিক নানা অনাকাঙ্খিত পরিস্থিতির মধ্যে পরতে হয়।
চাকুরীজীবীদের এ পরিস্থিতি কাটিয়ে উঠতে জেলা প্রশাসনের বড় একটি সহযেগীতা করে থাকেন।এরই লক্ষ হিসেবে এসব পরিবারের পক্ষ থেকে আবেদনের ভিত্তিতে তাদের ৮ লক্ষ টাকা করে অনুদান প্রদান করা হয়। বেসামরিক প্রশাসনে চাকরীরত অবস্থায় কোন সরকারী কর্মকর্তা-কর্মচারী মৃত্যবরন এবং গুরুত্বর আহত হয়ে অক্ষম জনিত কারনে ভুক্তভোগী পরিবারকে আর্থিক অনুদানের চেক বিতরন করা হয়।
মঙ্গলবার (২০ জুন) জেলা প্রশাসন সার্বিক সুবর্ণা রানী সাহা ভুক্তভোগী পরিবারকে আট লক্ষ টাকার চেক প্রদান করেন। আরো চারজন আবেদন কারীকে অনুদানের চেক দেওয়া হয়। গোয়ালন্দ উপজেলা জনস্বাস্থ্য বিভাগে কর্মরত অবস্থায় মৃত্যুবরন করা পরিবার গুলশান আরার হাতে আট লক্ষ টাকার চেক তুলে দেন।পাঁজনের মধ্যে কাকলী পারভিন ,আফরোজা বেগম, রবি জমাদার ও শাহানাজ বেগম সহ প্রত্যেক পরিবারকে আট লক্ষ টাকা করে এ অনুদান দেওয়া হয়।
গোয়ালন্দ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কর্মরত অবস্থায় মৃত্যুবরন করা গুলশান আরা বেগমের স্বামীর মৃত্যু জনিত কারনে এককালীন আট লক্ষ টাকার চেক প্রদান করা হয়। চেক হাতে পেয়ে গুলশান আরা বেগম খুশি হন। তিনি বলেন এই অর্থ তার স্বামীর সরকারী দপ্তর ছাড়াও বাড়তি এ টাকা পেয়ে তার স্বামীর অবর্তমানে কিছুটা হলেও পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন।এজন্য জেলা প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ জানান তিনি।কল্যান ফান্ড থেকে এ অর্থ বরাদ্দ দেওয়া হয়।
রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সার্বিক সুবর্ণা রানী সাহা বলেন, সরকারী চাকরীরত অবস্থায় কোন চাকরীজীবী মৃত্যু ও গুরুত্বর আহতদের জেলা প্রশাসনে আবেদনের ভিত্তিতে তাদের এ অনুদান গুলো দেওয়া হয়।এ মাসে ৫ জনকে আট লক্ষ টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়েছে।প্রতি মাসেই আবেদনের মাধ্যমে অনুদান দেওয়া হয়।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।