ইমরান হেসেন, রাজবাড়ীঃ রাজবাড়ীতে হিন্দু সম্প্রদায়ের রথ যাত্রা মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। রথ যাত্রার উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
উদ্বোধনের পর মঙ্গলবার বিকালে লক্ষিকোল হরিসভা মন্দির থেকে দড়ি টেনে জগন্নাথ দেবের রথ যাত্রাটি রাধা গোবিন্দ জিওর মন্দির আসে। এ দিকে পৌর মহাশ্মশান থেকে একটি রথ যাত্রা র্র্যালি বের হয়ে শহরের কলেজ পাড়া রাধা মাধব মন্দিরে গিয়ে মিলিত হয়।এ রথ যাত্রায় কয়েক হাজার ভক্তরা তাদের পূর্ণ লাভের আসায় দড়ি টেনে ঢাক ঢোল বাজিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে। রথ যাত্রাটি আজ শুরু হয়ে আগামী সাত দিন পরে উল্টো রথ আসবে নিজ নিজ মন্দিরে।এ সাতদিন মন্দির গুলোতে পূজা অর্চনা করা হবে।এসময় জেলা পুলিশ ও সদর থানার পুলিশ সদস্যরা রথ যাত্রা নির্বিঘ্ন করতে মাঠে নিয়োজিত ছিলেন।
এতে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। লক্ষিকোল হরিসভা মন্দির কমিটির সভাপতি জয়দেব কর্মকার, সাধারন সম্পাদক শংকর কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, সূর্য প্রামানিক ও সেবায়েত কৃষ্ন গোপাল প্রমূখ।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।