মইনুল হক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ৭৫০ গ্রাম গাঁজাসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। শুক্রবার (১৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নারী হলো, দৌলতদিয়া পূর্বপাড়া (যৌনপল্লী) এলাকার মৃত আবু বক্কর সিদ্দিক এর মেয়ে মোসাঃ মিতা বেগম (৪৫)।
থানা পুলিশ জানায়, দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লীতে রূপা বাড়ীওয়ালীর ভাড়াটিয়া মোসাঃ মিতা বেগম (৪৫) এর ভাড়া করা কক্ষ হতে ৭৫০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে ৭৫০ গ্রাম গাঁজাসহ ১ নারী আসামীকে গ্রেফতার করে। এ সংক্রান্তে আটককৃত আসামীর বিরুদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর শনিবারে আদালতে প্রেরন করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রেফতারকৃত মিতার বিরুদ্ধে পূর্বের ৪টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।