নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলেদের জালে সাড়ে ২৬ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। শনিবার দুপুরে জেলেদের জালে আটকা পড়া ওই বাগাড়টি দৌলতদিয়া ফেরি ঘাটে প্রায় ৩৭ হাজার টাকায় কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী। ওই ব্যবসায়ী পরে ঢাকার এক ব্যক্তির কাছে প্রায় ৩ হাজার টাকা লাভে ৪০ হাজার টাকায় বিক্রি করেন।
এর আগে ৯ জুন দৌলতদিয়ার চর করনেশনা এলাকায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় প্রায় সাড়ে ২৭ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়ে। ১৩ জানুয়ারী গোয়ালন্দের পদ্মা ও যমুনা নদীর মোহনায় আরেকটি প্রায় সাড়ে ২৭ কেজি ওজনের বাগাড় ধরা পড়েছিল। তার আগে ২৫ ডিসেম্বর ভোরে রাজবাড়ী সদর উপজেলার গুদারবাজার এলাকার পদ্মায় স্থানীয় জেলে নুরাল বিশ্বাসের জালেও ২৭ কেজি ওজনের আরেকটি বাগাড় মাছ ধরা পড়ে।
স্থানীয় জেলেরা জানান, শনিবার (১৭ জুন) বেলা ১১টার দিকে সঙ্গীদের নিয়ে ফেরি ঘাটের অদূরে বাহির চর দৌলতদিয়া কলার বাগান এলাকায় নদীতে জাল ফেলেন স্থানীয় জেলে নিমাই হালদার। কিছুক্ষণ পর বেলা সাড়ে ১১টার দিকে জেলেরা জাল গুটিয়ে নৌকায় তুলতেই দেখেন বড় এক বাগাড়। মাছটি পাওয়ার পর বিক্রির জন্য নিয়ে আসেন দৌলতদিয়া ফেরি ঘাটে। এসময় স্থানীয় আনু খার আড়তে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ৪০০ টাকা কেজি দরে কিনেন।
দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ৬নম্বর ফেরি ঘাটে আনু খার আড়তে বড় ওই বাগাড় মাছটি বিক্রির জন্য আনা জয়। এসময় বাগাড়টি ওজন দিয়ে দেখা যায় ২৬ কেজি ৭০০ গ্রাম হয়েছে। পরে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৪০০ কেজি দরে মোট ৩৭ হাজার ৩৮০ টাকায় কিনে নেই। পরে মুঠোফোনে ঢাকার এক পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে কেজি প্রতি ১০০ টাকা করে লাভে মোট ৪০ হাজার টাকায় ঢাকায় পৌছে দেওয়ার বিনিময়ে বিক্রি করে দেই। বিকেলেই পরিবহন যোগে বাগাড় মাছটি পাঠানো হয়েছে।
জানা গেছে, বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর তফসিল (২) অনুযায়ী, বাগাড় মাছ একটি সংরক্ষিত বন্যপ্রাণী। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে সম্প্রতি প্রথম আলোকে বলেন, বাগাড় মাছ তফসিলভুক্ত সংরক্ষিত বন্য প্রাণী। আইন অনুযায়ী, এই মাছ শিকার, ক্রয় এবং বিক্রয় দ-নীয় অপরাধ। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকা অনুযায়ী, বাগাড় মাছ মহাবিপন্ন প্রাণী। তবে এ বিষয়ের সাথে একমত নন উপজেলা মৎস্য কর্মকর্তা।
উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ মোহাম্মদ শাহরিয়ার জামান বলেন, বড় বাগাড় শিকার, ক্রয়-বিক্রয় বা খাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধা নিষেধ নেই। পদ্মা নদীর মোহনায় পানির গভীরতা কমে যাওয়ায় অনেক ধরনের বড় মাছ আটকা আছে। গভীরতা থাকলে এসব মাছ আরো উজানে যেতে পারতো। বাগাড়সহ যে কোন বড় মাছ শিকার এ অঞ্চলের জেলেদের জন্য আর্শিবাদ স্বরুপ। কারন জেলেরা মূলত নদীর ওপর নির্ভর করে বেঁেচ থাকেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।