মাসুদ রেজা শিশির, পাংশাঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জামির হোসেন’র বাড়ীতে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাফর ও তার লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
বোয়ালিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদ সদস্য জামির হোসেন বলেন, আমরা একদিন আগে কালুখালীর চাদপুরে একটি শান্তি সমাবেশ করেছিলাম যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে। সেই সমাবেশের জের ধরে মিজানুর রহমান মজনুর নির্দেশে জাফর মেম্বার ও তার ছেলে এবং প্রায় ৩০-৩৫ জন মোটরসাইকেলে এসে আমার বাড়ী-ঘরে হামলা করে তারা একাধিক গুলিবর্ষণ করে। পুলিশ গুলির আলামত পেয়েছে, আমার ঘরের কয়েকটি স্থানে তারা গুলি করে। এ ঘটনায় আমার এলাকার মানুষ ছুটে আসলে সন্ত্রাসী জাফর ও তার লোকজন পালিয়ে যায়। যাওয়ার সময় ৩টি মোটরসাইকেল ফেলে রেখে যায় এবং একটি মুঠো ফোন ফেলে গিয়ে গেছে। সেই ফোনে বারবার ফোন করা হচ্ছে এবং ফোনেও আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। প্রকাশ্যে হামলার সময় জাফর মেম্বার বলেছে, ‘জামিরকে গুলি কর’, এটা অনেকেই শুনেছেন।
আমি এ ঘটনার বিচার চাই, আমার অপরাধ একটাই আমি রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি ও আশিক মাহমুদ মিতুল হাকিমের রাজনীতি করি। আমি কোন চামচার চামচামি করি না। এ জন্যই আমার উপর হামলা।
কালুখালী উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক মো. সোহেল আলী মোল্লা, কালুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মো. রিপনসহ নেতা-কর্মীরা রাতেই জামির হোসেন’র বাড়ীতে যান। এ ঘটনার ত্বীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
স্থানীয়রা বলেন, এটা প্রকৃত হামলা, পরিকল্পিতভাবে জামির মেম্বারকে মেরে ফেলার উদ্দ্যেশেই তারা এ হামলা করেছে। এলাকাবাসি দ্রুত ছুটে আসায় সে প্রাণে বেঁচে গেছে। আমরা এ ঘটনার সঠিক বিচার দাবী করি।
জামিরের স্ত্রী রিক্তা খাতুন বলেন, আমি নিজে শুনেছি আমার স্বামীর নাম ধরে বলছে, ‘জামিরকে গুলি কর’। আমার স্বামী ও আমার পরিবারের নিরাপত্তা নেই।
কালুখালী থানার এস আই মো. হাসানুল বলেন, ঘটনাটি শুনার সাথে সাথে আমরা রাতেই কালুখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করি। সেখান থেকে ৩টি মোটরসাইকেল, একটি মোবাইল ফোনসহ অনান্য আলামত সংগ্রহ করেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।