নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মো. শিমুল চৌধুরী (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি ও পোড়াভিটাসহ আশপাশ এলাকায় মাদক বিক্রির মূল হোতা হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে নিজেকে আড়াল রেখে অন্যদের দিয়ে মাদক ব্যবসা করে আসছিলেন। শিমুল চৌধুরী উত্তর দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়ার মৃত খলিল চৌধুরীর ছেলে।
সোমবার (১২ জুন) রাত সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। এসময় পুলিশ তার কাছ থেকে ১০০ গ্রাম ওজনের এক প্যাকেট হেরোইন জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। শিমুল চৌধুরীর বিরুদ্ধে এর আগেও গোয়ালন্দ ঘাট থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) দুপুরে গোয়ালন্দ ঘাট থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, শিমুল চৌধুরীর বিরুদ্ধে দৌলতদিয়া পোড়াভিটা, যৌপল্লিসহ আশপাশ এলাকায় পুলিশের চোখ ফাকি দিয়ে দীর্ঘদিন ধরে হেরোইনসহ নানা ধরনের মাদকের কারবার করে আসছিল। তার প্রায় হাফ ডজন মাদক বিক্রেতা রয়েছে। যাদের মাধ্যমে এসব এলাকায় মাদক বেচাকেনা করে থাকে। পুলিশ বিভিন্ন সময় সোর্স রেখেও তাকে হাতেনাতে ধরতে পারছিল না।
ওসি আরো বলেন, শিমুল বিলাশী জীবন যাপন করে বিশেষ মুডে দামী মোটরসাইকেল নিয়ে ঘোরা ফেরা করতো। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ফেরি ঘাট এলাকায় কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাসহ পুলিশের দল গোপন খবরে জানতে পেরে পোড়াভিটা এলাকায় তাৎক্ষনিক অভিযান চালায়। পুলিশকে দেখে এসময় দুইজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে শিমুলকে হাতেনাতে আটক করে। অপর একজন পালিয়ে যায়। এসময় জিজ্ঞাসাবাদে শিমুল নিজেই তার প্যান্টের পকেট থেকে হেরোইনের প্যাকেট বের করেন।
এ ঘটনায় সোমবার দিবাগত মধ্যরাতেই শিমুল চৌধুরীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মাদকদ্রব্য আইনে মামলা (নং-১৮) দায়ের করে। আজ মঙ্গলবার দুপুরে তাকে রাজবাড়ীর অদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।