মইনুল হক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলার দেবগ্রাম ইউনিয়ন পরিষদ সংলগ্ন আশ্রায়ন প্রকল্পের মাঠে এ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মোস্তফা মুন্সী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন রনি।
এসময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউপ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনীর প্রথম খেলায় ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের মুখোমুখি এবং দিনের দ্বিতীয় খেলায় উজানচর ইউনিয়ন পরিষদ দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের মুখোমুখি হয়।
দিনের প্রথম খেলায় ছোট ভাকলা ইউপি বনাম দেবগ্রাম ইউপির মধ্যকর নির্ধারিত খেলা গোল শূন্য ড্র থাকায় টাইব্রেকারে দেবগ্রাম ইউপি ফুটবল দল ৪-৩ গোলে ছোট ভাকলা ইউপি ফুটবল দলকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় উজানচর ইউপি দল বনাম দৌলতদিয়া ইউপি দলের নির্ধারিত খেলা ১-১ গোলে সমতা থাকায় টাইব্রেকারে দৌলতদিয়া ইউপি ফুটবল দল ৪-২ গোলে উজানচর ইউপি ফুটবল দলকে পরাজিত করে জয়ী হয়।
টুর্নামেন্টক প্রতিটি খেলা পরিচালনার দায়িত্বে রয়েছেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিলন, মো. সাজ্জাদ হোসেন, সদস্য মো. জিয়াউল হাসান টিটু, মো. আলমগীর হোসেন, মো. মিরাজ বিশ্বাস, মো. আশিক শেখ, মো. মোয়াজ্জেম হোসেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।