নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী পালনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। সোমবার সকালে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী।
“মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ-জলবায়ু সহিঞ্চু বাংলাদেশ, ‘সবাই মিলে করি পণ-বন্ধ হবে প্লাস্টিক দূষণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদ রায়হান, মুক্তি মহিলা সমিতির প্রকল্প পরিচালক আতাউর রহমান মুঞ্জু, উপজেলা শিল্পকলা একাডেমী ও যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মূর্যালের পাশে একটি লিচু গাছ এবং স্বাধীনতা চত্বরের পাশে একটি জামরুল গাছের চারা রোপন করেন উপস্থিত অতিথিবৃন্দ।
এছাড়া বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিকেলে দৌলতদিয়া ঘাট থেকে দেবগ্রাম ইউনিয়নের যাতায়াতের জন্য নবনির্মিত মাটির রাস্তার উভয় পাশে চার’শ কৃষ্ণচূড়ার গাছের চারা রোপন করা হয়। এ
সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, ইউএনও মো. জাকির হোসেন, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমূখ উপস্থিত ছিলেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।