শামীম শেখ, গোয়ালন্দঃ "আলোর পথে ভালোর সন্ধানে সবার পাশে',"আসুন গাছের সাথে বন্ধুত্ব করি, স্বপ্নের সবুজ বাংলাদেশ গড়ি" -প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। 'স্বপ্নের সবুজ বাংলাদেশ' নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ কর্মসূচি পালন করে।
সোমবার সকালে উপজেলার দেবগ্রাম ইউনিয়নে চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে স্বপ্নের সবুজ বাংলাদেশ এর আয়োজনে ৩ শতাধিক বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।
বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম মিয়া, সহকারী শিক্ষক লিয়াকত হোসেন, স্বপ্নের সবুজ বাংলাদেশ রাজবাড়ী জেলা আহবায়ক সাইফুল ইসলাম মিলন, উপদেষ্টা ইন্জিনিয়ার মাহাবুব আলম শাহিন, ব্যাবসায়ী সুলতান হোসেন লিখন, সেন্টু মোল্লা, সেলিম শেখ প্রমূখ।
অনুষ্ঠানে সংগঠনের রাজবাড়ী জেলা আহবায়ক সাইফুল ইসলাম মিলন বলেন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের সংগঠনের পক্ষ থেকে আজ বৃক্ষ রোপন ও বিতরণ কার্যক্রম শুরু করেছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি উপস্হিত সকলকে বাড়ির আঙ্গিনায় অন্তত একটি করে হলেও ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করার অনুরোধ জানান।
উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী বলেন, 'স্বপ্নের সবুজ বাংলাদেশ' বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ করে যে কাজটি করেছে এ রকম কাজে আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত। আমি সংগঠনের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।