মইনুল হক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রাস্তা ডাঙ্গা এলাকায় নানার সাথে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মাহাদী হাসান(১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মাহাদী হাসান রাজশাহী জেলার মো. জনির ছেলে। মাহাদী এসএসসি পরীক্ষা শেষ করে রাজবাড়ীতে তার নানা বাড়ি বেড়াতে এসেছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে গ্রামের একটি পুকুরে নানা আরশাদ আলী (৭৫) এর সাথে গোসল করতে যায় মাহাদী হাসান। গোসলের এক পর্যায়ে হঠাৎ মাহাদী তার নানার হাত থেকে ছুটে মাঝ পুকুরে চলে যায়।নানা তাকে টেনে ধরার চেষ্টা করে কিন্তু পারেনি।পরে আশেপাশের লোকজনকে খবর দিলে তারও খোঁজাখুঁজি করে না পেয়ে জরুরী সেবা ৯৯৯ এ কল করে রাজবাড়ী ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা খুঁজে না পেলে তারা আবার মানিকগঞ্জের ডুবুরি টিমকে খবর দেয়।ডুবুরি এসে প্রায় ৩ ঘন্টা পর লাশ উদ্ধার করে।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়।কিন্তু আমাদের ডুবুরি না থাকার কারণে মানিকগঞ্জ থেকে ডুবুরি এনে উদ্ধার কার্যক্রম চালায়।তিন ঘন্টার প্রচেষ্টায় আমরা মাহাদীর লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।