নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ-১৭) -২০২৩ আয়োজন উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমূলক সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন এর সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মো. নাসির উদ্দিন রনি, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলজার হোসেন মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান, উপজেলা স্কাউট এর সম্পাদক পারভীন আক্তার, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান, দেবগ্রাম ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ বিভিন্ন দপ্তর প্রধান, ক্রিড়া শিক্ষকগন।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়, আগামী ৭ জুন গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন পরিষদ সংলগ্ন তেনাপচা মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর বালক (অনুর্ধ-১৭) পর্যায়ে খেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে উজানচর ও দৌলতদিয়া এবং ছোটভাকলা ও দেবগ্রাম ইউনিয়নের মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে। আগামী ১৪ জুন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশে খেলা সম্পন্ন করতে স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগনের পাশাপাশি উপজেলা পর্যায়ে চারজন সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলার দায়িত্বে গোয়ালন্দ ঘাট থানার ওসি এবং স্বাস্থ্য সুরক্ষায় একটি মেডিকেল টিম গঠন করা হয়।