মইনুল হক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তমিজ উদ্দিন মৃধা পাড়ায় গোয়াল ঘরে আগুন লেগে ২টি গরুসহ গোয়াল ঘর পুড়ে গেছে। বুধবার দিবাগত মধ্যেরাতের দিকে দৌলতদিয়া তমিজ উদ্দিন মৃধা পাড়ার আব্দুল ছাত্তার মোল্লার গোয়াল ঘরে দূর্ঘটনাটি ঘটে। এতে সর্বশান্ত হয়ে গেছেন হতদরিদ্র আব্দুস ছাত্তার মোল্লা (৫০)।
ক্ষতিগ্রস্ত ছাত্তার মোল্লা বলেন, প্রতিদিন তিনি তার গোয়াল ঘরে গরু রেখে সামনের দরজায় তালা মেরে রাখেন। ওইদিন সন্ধ্যায় তিনি গোয়াল ঘরে গরু রেখে ঘুমাতে যান। কিন্তু মাঝ রাতে গরুর গোঙ্গানির শব্দে তার ঘুম ভেঙে যায়। অবুঝ প্রাণী গরুগুলোর আর্ত চিৎকারে ঘুম থেকে উঠে দেখেন গোয়াল ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এসময় তার চিৎকারে আশে পাশের লোকজন এসে পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার ইনচার্জ আব্দুর রহমান বলেন, দৌলতদিয়া ইউনিয়নের তমিজ উদ্দীন মৃধা পাড়ায় আগুন লাগার সংবাদ শুনে একটা টিম নিয়ে সেখানে আগুন নিয়ন্ত্রণে আনি। এরমধ্যেই তার গোয়ালঘর আগুন লেগে দুটি গরু দগ্ধ হয়ে যায়। আগুন লাগার কারণ হিসাবে চুলার আগুন থেকে লাগতে পারে বলে ধারনা করছেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।