নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জে ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) দুপুরে খানগঞ্জ ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের আয়েজনে বেলগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে চারটি স্কুল ফুটবল খেলায় অংশগ্রহন করে।এদের মধ্যে বেলগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয়, দাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, খোর্দ্দদাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও হাটবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়।এতে খোর্দ্দাদাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু (বালক) ও (বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা) বালিকা উভয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।
এ সময় পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন খানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শরিফুর রহমান সোহান, সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সূর্যগর ক্লাস্টার মো. শাহীন সেখ, বেলগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ববিতা রানী মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জেল হোসেন প্রমূখ।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।