নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, বীর উত্তম শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (৩০) বিকালে রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহব্বায়ক লিয়াকত আলি বাবুর সভাপতিত্বে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে আগতদের মাঝে তবারক বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহব্বায়ক লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হারুনুর রশিদ, যুগ্ন আহব্বায়ক রেজাউল করিম পিন্টু, যুগ্ন সম্পাদক আব্দুস ছালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু ও জেলা ছাত্র দলের আহব্বায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।