নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তর প্রধান ও এসএমসি, এমএমসি ও বি এর আওতাধীন সভাপতিদের দক্ষ করে গড়ে তুলতে দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল দশটায় গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (পিবিজিএসআই) স্কীম এর আওতায় এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
দিন ব্যাপি প্রশিক্ষনে গেয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভিন, গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, সাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউট এর প্রধান শিক্ষক আরিফা বেগম, গোয়ালন্দ শিক্ষক সমিতির সভাপতি ও গোয়ালন্দ আইডিয়াল হাইস্কুল এর প্রধান শিক্ষক ফকির আব্দুল কাদের, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা প্রমূখ।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।