নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এসএম ইমরান (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। সে যশোরের চৌগাছা উপজেলার ফলসারা গ্রামের টিপু সুলতান এর ছেলে। তার কাছ থেকে বুধবার সন্ধ্যার দিকে পুলিশ ১৮ বোতল ফেনসিডিল জব্দ করেছে।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের পাশে বাংলাদেশ হ্যাচারীজের সামনে অবস্থান করছিল। এ সময় তল্লাশি চৌকি বসিয়ে ঢাকাগামী বিভিন্ন ধরনে যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। সন্ধ্যার আগ মুহুর্তে যশোর থেকে আসা ঢাকাগামী সোনালী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে বাসযাত্রী ইমরানের কাছ থেকে ১৮ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করে।
সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, তার বিরুদ্ধে বুধবার রাতেই পুলিশ বাদী হয়ে ইমরানের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে রাজবাড়ী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।