নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা পর্যায়ে স্যানিটেশন পরিস্থিতি বিশ্লেষণ ও করনীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালার আয়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট এন্টারপ্রাইজ (আইডিই) বাংলাদেশ।
গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় দিনব্যাপী কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। আইডিই ফরিদপুর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত মার্কেটিং ডেভলপমেন্ট অফিসার আজমত আলীর সঞ্চালনায় মূল প্রতিবেদন উপস্থাপনা করেন রাজবাড়ী অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত ডেভলপমেন্ট অফিসার ইকরামুল করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী মো. শহিদুল ইসলাম।
কর্মশালায় পাঁচ বছরের কম বয়সি শিশু, গর্ভবতী মা, দুগ্ধদানকারী মা ও কিশোর-কিশোরীদের পুষ্টির অবস্থার উন্নয়নের উদ্দেশ্যে ওয়াশ পরিস্থিতি বিশ্লেষণ ও করনীয় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারসিম তারান্নুম হক, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদ রায়হান, সাধারণ সম্পাদক সফিক শামীম, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন প্রমূখ।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।