ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বিএনপির কেন্দ্রীয় নির্ধারিত কর্মসুচিতে আসার পথে যুবলীগ ও ছাত্রলীগের বাধায় রাজবাড়ী জেলা বিএনপির একাংশের নেতাকর্মীদের সাথে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পুলিশ ১০-১৫ জন নেতাকর্মীকে আটক করেছে।
বিএনপির নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুর ১২ টার দিকে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের বাস ভবন থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি রাজবাড়ী বকুল তলার কাছে আসলে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এনপির নেতা কর্মীদের দাওয়া দিলে সংঘর্ষ বাধে।এসময় পুলিশ এসে বিএনপি নেতাদের বাধা দেয় ।
বিএনপি নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশও তাদের ছত্রভঙ্গ করতে গুলি চালায়। এ সময় বিএনপি নেতাকর্মীরা কয়েকটি মোটরসাইকেল ভাঙ্গচুর করে। এ সময় প্রায় ১০-১৫ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ। তবে থেকে থেকে বেলা ২টা পর্যন্ত পুলিশ ও বিএনপি কর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলি বর্ষন চলে।
এ সময় বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, তার নিজ বাসভবনে এক সভায় বক্তব্যে বলেন, তাদের কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ সমাবেশে ছাত্র ও যুবলীগ নেতারা বাধা দেয়। তাদের সমাবেশ পন্ড করার চেস্টা চালায়। আমাদের নেতা কর্মীদের মারধর করে, আমার বাসার সামনে ভাংচুর চালায়। এসময় আমরা পার্টি অফিসের দিকে যাওয়ার সময় পুলিশ আমাদের বাধা দেয়। এমনকি আমাদের নেতা কর্মীদের উপর গুলি চালিয়ে ১০-১৫ জনকে আটক করে নিয়ে যায়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানানই।
রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন সাংবাদিকেদের জানান, পুলিশ উভয় পক্ষের সংঘর্ষ ঠেকাতে লাঠিচার্জ করেছে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রনে রয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।