মইন মৃধা, গোয়ালন্দঃ "জাটকা মাছ রক্ষা পেলে, বারো মাস ইলিশ মেলে" এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস ও জাটকা সংরক্ষণ অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য বিভাগ।
মঙ্গলবার (১৬ মে) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় পদ্মা নদীর কুয়াশাটা, অন্তরমোড়, কলাবাগানসহ বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে ২৬ হাজার মিটার চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা। জব্দকৃত মালামাল বিকালে দৌলতদিয়া লঞ্চঘাটে জন সম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) শাহরিয়ার জামান সাবু, ক্ষেত্র সহকারী কৃষ্ণ লাল দাস, ক্ষেত্র সহকারী (ইলিশ সম্পদ প্রকল্প) মোঃ জাহাঙ্গীর আলম, দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল কুদ্দুস, এএসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযানে সহযোগিতা করেন।
মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু জানান, পদ্মার বিভিন্ন স্থানে জাটকা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করে অবৈধ ২৬ হাজার মিটার চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। পদ্মা নদীতে কোন অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরা যাবে না। মাছের বংশ বিস্তারে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।