মইন মৃধা, গোয়ালন্দঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনায় ও বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ মে) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গোয়ালন্দ বাজার বড় মসজিদে বাদ আছর নামাজের পর দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ মন্ডল, জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সুলতান হোসেন লিখন, সদস্য শাহনেওয়াজ আবির ফিডেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম শেখ, উজানচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিবুল হাসান মানিক, ছোট ভাকলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেল খান, দৌলতদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা রেজাউল করিম লালসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ মন্ডল বলেন, আমরা আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর কাছে আরোগ্য কামনা করছি। বাংলাদেশের দৃশ্যপটে যে বড় প্রতিকৃতিটা আমাদের সামনে ভেসে উঠে সেটি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই সাথে আমরা তার মুক্তিকামনা করছি।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।